• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ৫৬৫ জন, নিউইয়র্কেই ২৭৯ জন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০২০, ১২:৪৬
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ৫৬৫ জন, নিউইয়র্কেই ২৭৯ জন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২০২৬ জন। এর মধ্যে নিউইয়র্কেই ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৪৮ জন। মোট আক্রান্ত প্রায় ১ লাখ ৬৪ হাজার।

মঙ্গলবার (৩১ মার্চ) ওয়ার্ল্ডওমিটার থেকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের এ তথ্য পাওয়া যায়।

জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৯৫৩ জনের। এ রোগে মোট আক্রান্ত ১ লাখ ৬০ হাজার।

অপরদিকে ওয়ার্ল্ডওমিটার বলছে, যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ১৪৮ জনের। আর এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৬৪ হাজার। যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর করোনাভাইরাসের প্রকোপ কমাতে সামনের ৩০ দিন খুবই গুরুত্বপূর্ণ। ফলে সামাজিক দূরত্ব বজার রাখার যে গাইডলাইন আগে দেওয়া হয়েছিল তা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ
কার্বন নিঃসরণ কমাতে যুক্তরাষ্ট্রের নতুন লক্ষ্যমাত্রা
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh