• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় সিরিয়ায় প্রথম মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০২০, ১৫:২৮
করোনায় সিরিয়ায় প্রথম মৃত্যু
ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।

রোববার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কারোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পরপরই তিনি মারা যান। গত ডিসেম্বর মাসের শেষ দিকে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম এ ভাইরাসের সংক্রমণে সিরিয়ায় কোনো ব্যক্তির মৃত্যু হলো।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশে নতুন করে আরও চার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট ১০ ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। গত সপ্তাহে সিরিয়া প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার কথা ঘোষণা করেছিল।

করোনোভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য সিরিয়ার সরকার এরইমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে জাতীয় সংসদ নির্বাচন স্থগিতকরণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম স্থগিত করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
এবার বড় পরিসরে হামলার হুমকি ইরানের
X
Fresh