• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লকডাউনের জন্য ক্ষমা চাই : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১৩:২৯
Modi apolosizes for lockdown
সংগৃহীত

লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নেয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি বলেছেন, যা কিছু করেছি তা সবাইকে রক্ষার জন্য। প্রধানমন্ত্রী জানান, যারা লকডাউন মানছেন না, তারা নিজের জীবনকেই হুমকির মুখে ফেলছেন। রোববার সাপ্তাহিক ‘মন কি বাত’ এ এসব বলেন প্রধানমন্ত্রী মোদি।

তিন সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে আছে ভারত। লাফিয়ে বাড়ছে কভিড-19 সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউন মেনে চলার প্রয়োজনীয়তার কথা সকলকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী মোদি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, লোকেরা হয়তো ভাবছেন আমি কেমন ধরনের প্রধানমন্ত্রী। কিন্তু লকডাউন আমাদের সামনে থাকা একমাত্র সমাধান। অনেকেই লকডাউন লঙ্ঘন করছেন। এটা দুঃখজনক। সারা বিশ্বেই এমন ভুল করে চলেছেন বহু মানুষ।

এর আগে গেলো মঙ্গলবার দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকেই অসুবিধায় পড়েন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা।

এমএ/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh