• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

২০ রক্ষিতাকে নিয়ে আইসোলেশনে থাই রাজা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ২২:১১
Thai King in self isolation with 20 concubine
সংগৃহীত

জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে 'সেলফ আইসোলেসনে' অবস্থান করছেন থাইল্যান্ডের বিতর্কিত রাজা মহা ভাজিরালংকর্ন । তবে ওই হোটেলে তার গুরুত্বপূর্ণ কর্মচারীরাও আছেন। সঙ্গে আছেন ২০ জন হারেম বা রক্ষিতা। খবর জার্মান ট্যাবলয়েড বিল্ডের।

৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হারেম এবং অসংখ্য চাকরবাকর আছেন। তবে থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি। রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুকিং দেন।

রাজার এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন দেশটির হাজারো নাগরিক। এরই মধ্যে দেশটির টুইটারে ট্রেন্ডের তালিকায় উঠেছে '#হোয়াই ডু উই নিড অ্যা কিং'।

থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে কেউ অপমান ও সমালোচনা করলে শাস্তি হিসেবে তাকে ১৫ বছরের জেল দেয়ার বিধান আছে। থাইল্যান্ডে করোনাভাইরাসে এখন পর্যন্ত এক হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ জনের।

এমএ/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh