• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রিয়াদ ও জাজানের আকাশে হানা দিলো ক্ষেপণাস্ত্র: ঠেকিয়ে দেয়ার দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১১:০৪
রিয়াদ ও জাজানের আকাশে হানা দিলো ক্ষেপণাস্ত্র: ঠেকিয়ে দেয়ার দাবি সৌদির
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী জাজান এবং রাজধানী রিয়াদের আকাশে হানা দিয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি রকেট। তবে এগুলোকে ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের সরকারি গণমাধ্যম। খবর পার্সটুডের।

সৌদি-মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন দাবি করেছে, রিয়াদ এবং জাজানের আকাশে দুইটি রকেটকে প্রতিহত করা হয়। নিজ সাংবাদিক এবং একাধিক সূত্রের বরাত দিয়ে আল-আরাবিয়া এ দাবি করেছে।

এদিকে, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সরকার পরিচালিত আল-আখবারিয়া টেলিভিশন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, সৌদি রাজধানীর আকাশে তিনটি বিস্ফোরণ শোনা গেছে। দক্ষিণাঞ্চলীয় জাজানের অধিবাসীরাও একাধিক বিস্ফোরণ এবং সাইরেন বাজানোর শব্দ শোনার কথা জানিয়েছেন।

রিয়াদে এ হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। তবে ইয়েমেনের সেনা ও জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী মাঝেমধ্যেই সৌদি আরবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গত পাঁচ বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসী হামলার প্রতিশোধ নিতে এ সব হামলা চালানো হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত
ক্ষেপণাস্ত্র হামলা : ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান
পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশুর প্রাণহানি
X
Fresh