• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুই সপ্তাহের লকডাউনে হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০২০, ১৮:৫৪
Two weeks lockdown in Hungery
সংগৃহীত

করোনা সংক্রমনের হার কমাতে এবার হাঙ্গেরিতে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর অর্বান। কসুথ রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২৮ মার্চ থেকে নিতান্ত কোনও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না বাসিন্দারা। কেবল কাজ ও প্রয়োজনের খাতিরে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি মিলবে।

বয়স্কদের জন্য কেনাকাটার সুযোগ রাখা হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা থেকে দিনের মাঝভাগ পর্যন্ত মুদি মালামাল, ওষুধের দোকান ৬৫ বছরের নিচে থাকা বয়সসীমার মানুষজনের জন্য বন্ধ থাকবে।

মানুষ যাতে দল বেঁধে কোথাও না যায় সেদিকে দৃষ্টি রাখতে বলেছেন অর্বান। তবে প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ থাকবে।

আগামী সোমবার ( ৩০ মার্চ) থেকে প্রতিটি হাসপাতাল ‘কমান্ডার’ হিসেবে কাজ করবে। হাসপাতালগুলো করোনা সংক্রমণ ঠেকাতে যথাযথ ভূমিকা পালন নিশ্চিত করবে।

এখন পর্যন্ত দেশটিতে ৩০০ মানুষের শরীরে করোনার সংক্রমন পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১০ জনের। গেল মঙ্গলবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ব্রিটিশ কূটনীতিক স্টিভেন ডিক।

এমএ/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh