• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রিন্স চার্লসের পর করোনায় আক্রান্ত হলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০২০, ১৭:৪৭
বরিস জনসন
বিবিসি থেকে নেয়া

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির সরকার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। খবর বিবিসির।

ব্রিটিশ সরকার জানিয়েছে, জনসনের হালকা লক্ষণ রয়েছে এবং ডাউনিং স্ট্রিটে তিনি সেলফ-আইসোলেশনে থাকবেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা অধ্যাপক ক্রিস উইটির পরামর্শে করোনাভাইরাস পরীক্ষা করান জনসন।

ব্রিটেনে করোনা সঙ্কট মোকাবিলায় জনসন তার পদে থেকে দায়িত্ব পালন করে যাবেন বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

এক টুইট বার্তায় জনসন বলেন, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে হালকা কিছু লক্ষণ দেখা যায় এবং পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। আমি এখন সেলফ-আইসোলেশনে রয়েছি কিন্তু ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি সরকার প্রধানের দায়িত্ব পালন করে যাব। একসঙ্গে আমরা এটাকে পরাজিত করবো।

বৃহস্পতিবার শেষবারের মতো জনসম্মুখে দেখা গিয়েছিল জনসনকে। এনএইচএস কর্মীদের ধন্যবাদ জানাতে দেশজুড়ে যে হাততালি কর্মসূচি পালিত হয়, তাতে অংশ নেন তিনি।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ হাজার ৬০০-র বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫৭৮ জনের।

কয়েকদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হন প্রিন্স চার্লস। একজন মুখপাত্র জানান, ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে হালকা লক্ষণ দেখা গেছে, ‌‘কিন্তু তিনি সুস্থ রয়েছেন।’

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
X
Fresh