• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাস: লকডাউন না মানায় পুলিশের গুলিতে রুয়ান্ডায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০২০, ১৮:০০
Rwanda Police Shoot 2; Say Officers Attacked on Patrol
ব্লুমবার্গ থেকে নেয়া

লকডাউনের নিয়ম ভঙ্গ করায় প্রাণ গেলো রুয়ান্ডার দুই ব্যক্তির। আফ্রিকার এই দেশটি করোনাভাইরাসের বিস্তার রোধে দুই সপ্তাহের লকডাউন দিয়েছে। কিন্তু তা ভঙ্গ করায় পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছে। খবর ব্লুমবার্গের।

রুয়ান্ডার পুলিশ বলছে, নিয়মিত টহলের সময় তাদের একজন সদস্যের ওপর দুজন ব্যক্তি হামলা চালায়। পরে পুলিশের গুলিতে তারা মারা যায়।

এক টুইট বার্তায় রুয়ান্ডার পুলিশ জানায়, নিয়মিত টহলের দায়িত্বে থাকা একজন সদস্যের ওপর হামলা চালায় নিহত ব্যক্তিরা এবং তাকে মাটিতে ফেলে দিয়ে তার সঙ্গে ধস্তাধস্তি করে তারা। এসময় ওই পুলিশ সদস্যের সহকর্মী আত্মরক্ষার্থে হামলাকারীদের ওপর গুলি ছোড়ে।

এমন এক সময় এই ঘটনা ঘটলো যখন পূর্ব আফ্রিকার দেশটি গত ২২ মার্চ সেখানে দুই সপ্তাহের লকডাউন আরোপ করেছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার এমন পদক্ষেপ নিয়েছে। রুয়ান্ডায় এখন পর্যন্ত ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

টুইট বার্তায় পুলিশ জানায়, করোনাভাইরাসের বিস্তার রোধে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সেটির সঙ্গে এই অনাকাঙ্খিত ঘটনা গুলিয়ে না ফেলতে মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
X
Fresh