• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাস্তায় মাস্ক পরা অচেতন ব্যক্তির ছবিই বলে দেয় ইতালির অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০২০, ১৬:৪৮
Coronavirus leaves bodies in the street in Italy
দ্য সান থেকে নেয়া

ইতালির একটি রাস্তায় মাস্ক পরা এক ব্যক্তির ছবি সামনে আসার পর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হওয়া দেশটির অবস্থা যে কতটা ভয়াবহ তা এই ছবির মাধ্যমেই ফুটে উঠেছে। খবর দ্য সানের।

হাড়হিম করা ওই ছবিটি রোববার রোমের একটি রাস্তা থেকে তোলা হয়েছে। সেখানে দেখা যায় একটি বাসস্টপে মাস্ক পরা এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে রয়েছে।

পরে অবশ্য একটি অ্যাম্বুলেন্সে এসে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায়। তবে তার বর্তমান অবস্থান এখন কেমন তা জানা যায়নি।

ইতালিতে করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশটিতে কয়েকশ’ মানুষের মৃত্যু হচ্ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজারে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ৭৪ হাজারের বেশি।

এদিকে এমন এক সময় ওই ছবি সামনে এলো যখন যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। দেশটিতে এখন পর্যন্ত ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়ে গেছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে বলেন, মানুষজনের চলাচলের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। সামাজিক দূরত্বের ক্ষেত্রে সরকারের নিয়ম না মানলে এমনটা করা হবে বলে সতর্ক করে দেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
ইতালিতে ঝগড়ার জেরে দেশে সংঘর্ষ, এক মৃত্যুসহ আহত ১২
১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh