• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাসে হাঙ্গেরিতে ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০২০, ১৩:৫০
Coronavirus kills British diplomat in Hungary
সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হাঙ্গেরিতে ব্রিটিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক নভেল। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ৩৭ বছর বয়সী এই কূটনীতিক বুদাপেস্ট মিশনে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে মঙ্গলবার স্টিভেন ডিকের মৃত্যু হয়। তবে তার অন্য কোনও স্বাস্থ্য জটিলতা ছিল কিনা, সেটি জানা যায়নি।

এদিকে স্টিভেন ডিকের মৃত্যুর খবরে দারুণ মর্মাহত হয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ কূটনীতিক। অত্যন্ত দক্ষতা আর আন্তরিকতার সঙ্গে তিনি দেশের প্রতিনিধিত্ব করে আসছিলেন।

বুদাপেস্ট মিশনে আসার আগে কাবুল ও রিয়াদেও দায়িত্ব পালন করেন স্কটিশ কূটনীতিক স্টিভেন ডিক । রিয়াদে যাওয়ার আগে তিনি প্রায় এক বছরের চেষ্টায় আরবি ভাষাও শিখে ফেলেন। এমনটি বলছে ডেইলি মেইল। ব্যাংক অব স্কটল্যান্ডে কর্মজীবন শুরু করেন স্টিভেন ডিক। তিন বছর কাজ করার পর ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে যোগ দেন তিনি।

এমএ/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
X
Fresh