• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্রাইস্টচার্চের মসজিদে হামলা : ৫১ জনকে হত্যার কথা স্বীকার ট্যারান্টের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০২০, ১৩:৩৫
Attack on Christchurch mosque: Tarrant confesses to killing 51
সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার অভিযোগ আদালতে স্বীকার করেছেন অভিযুক্ত অস্ট্রেলিয়ার যুবক ব্রেন্টন ট্যারান্ট।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হাইকোর্টে একটি আদালতের শুনানিতে হামলার দায় স্বীকার করেন ট্যারান্ট। এছাড়া আরও ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগও স্বীকার করেছে সে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটিতে লকডাউন থাকায় অভিযুক্ত ট্যারান্ট ও তার আইনজীবীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেন।

গেল বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজ চলার সময় দুটি মসজিদে হামলা চালায় ব্রেন্টন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলার দৃশ্য সরাসরি সম্প্রচার করে ভিডিও শেয়ার করে সে।

হামলার সময় ঘটনাস্থলের কাছেই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ভাগ্যক্রমে হামলা থেকে প্রাণে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

এমএ/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh