করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় বেকার ভাতা দ্বিগুণ
দ্য গার্ডিয়ান থেকে নেয়া
করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার মরিসন যে অর্থ বরাদ্দ দিতে তাতে বেকারদের জন্য জবসিকার পেমেন্ট, যা আগে নিউস্টার্ট নামে পরিচিত ছিল, তা দ্বিগুণ করা হয়েছে। রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনার কারণে ওই প্রণোদনা বাজেট দেন।আগে একজন বেকার প্রতি দুই সপ্তাহের জন্য ৫৫০ ডলার পেতেন। তবে ওই প্রণোদনা বাজেটে সেটি বাড়িয়ে বেস রেট ১১১৫.৭০ ডলার করা হয়েছে। করোনাভাইরাসের কারণে এমনটা করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এখন এই দুর্যোগের সময় আগামী ছয় মাসের জন্য বেকার ভাতা দ্বিগুণ করা হয়েছে।
মরিসন বলেন, ঝুঁকিতে থাকা অস্ট্রেলিয়ানদের নিরাপত্তার জাল বৃদ্ধিতে এটা সাহায্য করবে। তিনি বলেন, পরবর্তী কয়েক মাস কঠিন যাত্রা অপেক্ষা করছে কিন্তু যে পরিবর্তন হচ্ছে তার সঙ্গে খাপ খাওয়াতে আমাদের সবার ভূমিকা রয়েছে; যাতে যা ঘটছে তা থেকে আমরা উত্তরণ করতে পারি।এছাড়াসোলট্রেডারওকাজ্যুয়ালকর্মী, যারাবর্তমানেপ্রতি১৫দিনে১হাজার৭৫ডলারেরকমউপার্জনকরেন, তারাওএইসুবিধাপাবেন।এছাড়াবয়স্ক, শারীরিকপ্রতিবন্ধী, নিম্নআয়েরযেসবঅভিভাবকশিশুঅথবাস্কুলপড়ুয়াবাচ্চাদেরলালনপালনকরেন, তাদেরনিয়মিতভাতারসঙ্গেঅতিরিক্তভাতাহিসেবেএককালীন৭৫০ডলারদেয়াহবে।এছাড়া২০২০ও২০২১এইদুইবছরনিজেরসুপারএ্যানুয়েশনফান্ডথেকে১০হাজারডলারকরেতুলতেপারবেনতারা।এ