• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ১৭:৪৭
করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ছেলে প্রিন্স চার্লস। রাজপরিবারের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

ওই মুখপাত্র জানান, ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনার উপসর্গ সামান্যই। এ ছাড়া অন্যান্য শারীরিক অবস্থা ভাল।

তার স্ত্রী দ্য ডাচেস অব কর্নওয়াল ক্যামিলাকেও করোনা টেস্ট করানো হয়। তবে আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ তার মধ্যে পাওয়া যায়নি। তিনি নিরাপদ আছেন।

তবে প্রিন্স চার্লস এবং ক্যামিলা দুইজনেই স্কটল্যান্ডে বালমোরালে সেলফ আইসোলেশনে আছেন।

কার মাধ্যমে প্রিন্স চার্লস করোনা আক্রান্ত হয়েছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে ওই মুখপাত্র জানান।

এদিকে যুক্তরাজ্যে কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৬৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪২৩ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh