• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আপিল খারিজে ক্ষিপ্ত ট্রাম্প

অনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৪

ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা স্থগিত করে আদালতে দেয়া রুলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছেন দেশটির একটি আদালত। আর এতেই বিচারকদের ওপর ক্ষিপ্ত আমেরিকার নতুন প্রেসিডেন্ট।

টুইটারে ডোনাল্ড ট্রাম্প লেখেন, বিশ্বাস করতে পারছি না, একজন বিচারক আমাদের দেশকে এভাবে বিপদের ঝুঁকিতে ঠেলে দিতে পারেন। যদি কোন অঘটন ঘটে তাহলে বিচারককে এবং বিচার ব্যবস্থাকে দোষারোপ করতে হবে।

এর পরপরই আরেক টুইটে ট্রাম্প জানান, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তাদের খুবই সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ৭টি মুসলিম দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ডোনাল্ড টাম্পের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেন আদালত। নির্দেশ স্থগিত হবার পর তার বিরুদ্ধে ফের আপিল করা হয় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সে আপিলও খারিজ করে দেয়া হয়। এর পরপরই সীমান্তে সতর্কতার এ নির্দেশ জারি হয়।

এফএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh