• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২১ দিনের জন্য লকডাউন ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মার্চ ২০২০, ২০:৪৮
ভারত, লকডাউন
সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে, আজ মধ্যরাত থেকে পরবর্তী তিন সপ্তাহের জন্য পুরো ভারতে লকডাউন ঘোষণা করেছেন। মোদি তার ভাষণে বলেন, এটা না করলে ভারত আরও ২১ বছর পেছনে চলে যাবে।

মোদি বলেন, আপনাদের কাছে অনুরোধ, এই সময় যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন। তিনি বলেন, প্রত্যেক ভারতীয়, প্রত্যেক পরিবারকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য।

দেশের পরিস্থিতিতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলেও উল্লেখ করেছে মোদি। এর আগে গত দুইদিন ধরে ভারতের রাজ্য লকডাউন করে দেয়া হয়েছে।

মোদি বলেন, রাজ্য সরকারগুলোর এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, এমন দায়িত্বহীনতা চলতে থাকলে, ভারতকে এর চরম মূল্য দিতে হবে। কী ক্ষতি হবে তা অনুমানও করতে পারবেন না।

এসময় গত ২২ মার্চ জনতা কারফিউ স্বতঃস্ফূর্তভাবে পালন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান মোদি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh