• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদিতে কারফিউ অমান্য করলে ১০ হাজার রিয়াল জরিমানা

হানিছ সরকার উজ্জ্বল, জেদ্দা প্রতিনিধি

  ২৪ মার্চ ২০২০, ১৫:৩০
10 thousands rial fine if cerfuw law violated in Saudi Arabia
আরব নিউজ থেকে নেয়া

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবে গতকাল সন্ধ্যা থেকে কারফিউ রি করা হয়েছে। পরবর্তী ২১ দিনের জন্য সৌদিতে এই কারফিউ বা সান্ধ্য আইন বলবৎ থাকবে।

এ নির্দেশনার ফলে সন্ধ্যা ৭টা হতে সকাল ৬টা পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ। আইন কার্যকরের জন্য পুরো সৌদিতে বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।

এই সময়ে ঘরের বাইরে বের হলে প্রথমবারের জন্য ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। পুনরায় আইনভঙ্গ করলে জরিমানার পরিমাণ দ্বিগুন হবে, এরপরও যদি কেউ আইন অমান্য করে বের হয় তাহলে অনূর্ধ্ব ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হবে। এছাড়া আইন অমান্যের অপরাধে বিদেশি কর্মীদের ডিপোর্ট করাও হতে পারে।

এদিকে সৌদিআরবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫১ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬২ জনে। তাদের মধ্যে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি। আক্রান্ত ৫১ জনের মধ্যে ১৮ জন রিয়াদে, ১২ জন মক্কায়। তবে নতুন কোনও বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
X
Fresh