• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নেপালে করোনায় দ্বিতীয় ব্যক্তি আক্রান্ত হওয়ার পর দেশজুড়ে লকডাউন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০২০, ১১:৩৮
নেপালে করোনায় দ্বিতীয় ব্যক্তি আক্রান্ত হওয়ার পর দেশজুড়ে লকডাউন
ফাইল ছবি

নেপালে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হওয়ার পর দেশজুড়ে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ সকাল ৬টা পর্যন্ত লকডাউন থাকবে গোটা নেপাল। এসময় জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছে।

নেপালি টাইমের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার রাতে কোভিড-১৯ প্রতিরোধে গঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেপালের প্রতিরক্ষামন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেল এ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন।

এ বিষয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গয়ালি বলেন, লকডাউন চললেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে, যেন মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুযোগ পায়। তবে দোকান খোলা রাখার জন্য কোনো সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে না। কেননা, তাতে করে দোকানে বরং ভিড় তৈরি হতে পারে।

সোমবার বিকেলে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফ্রান্স থেকে কাতার হয়ে আসা ১৯ বছর বয়সী এক নেপালি শিক্ষার্থী কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি শ্বাসকষ্ট ও গলায় সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চীনফেরত একজন শিক্ষার্থী। দিন দশেক পর তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে।

করোনার প্রথম রোগী শনাক্তের পরই নেপালের সব সিনেমা হল, সাংস্কৃতিক কেন্দ্র, স্টেডিয়াম, জাদুঘর, সুইমিংপুল বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি দেশটির রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনীর সদর দফতরে মডেল কোয়ারেন্টিন জোন তৈরি করা হয়। প্রথম রোগী সুস্থ হলেও সংক্রমণের বিস্তার ঠেকাতে এবার পুরোপুরি লকডাউনে চলে গেল দেশটি। এর ফলে অফিস-আদালত সব বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন ছাড়া অভ্যন্তরীণ সব ধরনের যানচলাচলও বন্ধ থাকবে। এছাড়া অভ্যন্তরীণ সব ফ্লাইটও বাতিল করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত
হার্টের রিংয়ের দাম বাড়বে না 
অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh