• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা আক্রান্ত যাত্রী আছে সন্দেহে জানালা দিয়ে ঝাঁপ এয়ার এশিয়ার পাইলটের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০২০, ১৪:৩৩
coronavirus suspected patient traveling on air asia flightp pilot jumped through plane window
প্রতীকী ছবি

ভারতে এয়ার এশিয়ার পুনে থেকে দিল্লিগামী বিমানে একজন সম্ভাব্য করোনা আক্রান্ত যাত্রী ছিলেন। সেই কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে। পরে বিমানটি ল্যান্ড করলে ককপিটের জানালা দিয়েই বেরিয়ে যান সেটির পাইলট।

গত শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এয়ার এশিয়া। তবে ওই যাত্রীর করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ এসেছে। এয়ার এশিয়ার পুনে থেকে দিল্লিগামী 15-732 বিমানের প্রথম সারিতেই বসেছিলেন ওই সম্ভাব্য করোনা আক্রান্ত ব্যক্তি। সুরক্ষা বিধি মেনে বিমানটিকে রানওয়ে থেকে দূরে দাঁড় করানো হয়।

এ বিষয়ে এয়ার এশিয়া ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, শুক্রবার (২০ মার্চ) কভিড-19 এর লক্ষণ যুক্ত এক যাত্রী 15-732 বিমানটি করে পুনে থেকে দিল্লি আসেন। ওই বিমানেই এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

পরে বিমানের অন্য যাত্রীদের বিমানকর্মীদের সাহায্যে অন্য একটি দরজা দিয়ে বের করা হয়। এ বিষয়ে এয়ার এশিয়ার মুখপাত্র বলেছেন, আমাদের ক্রুরা এই জাতীয় ঘটনায় কী করতে হবে তার জন্য যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত। এর পাশাপাশি আমরা জানাতে চাই যে, আমরা বর্তমান পরিস্থিতির মধ্যেও অত্যন্ত যত্ন সহকারে যাত্রীদের সেবা দিতে চাই।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‌্যাবের কন্ট্রোল রুম
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
X
Fresh