logo
  • ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২০, ১৮ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে এক ব্যক্তির মৃত্যু, নতুন আক্রান্ত তিনজন, সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছিল এক সপ্তাহ আগে: আইইডিসিআর।

করোনাভাইরাস : ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ মার্চ ২০২০, ০৮:৪৪ | আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:৫৩
করোনাভাইরাস : ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
ইতালিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একদিনে ৬২৭ জন মারা গেছেন, যা সেখানে একদিনে মারা যাওয়া মানুষের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২ জনের।  ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। সবমিলিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২১ জন।

ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবারের (২০ মার্চ) আগ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এবার মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে ১৮ শতাংশের বেশি বেড়ে ৬২৭ জন হল।

এদিকে ইতালিতে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে পাঁচ হাজার ১২৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে নিবিড় পরিচর্যায় আছেন দুই হাজার ৬৫৫ জন, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৪৯৮।

উল্লেখ্য, চীনের উহান থেকে ১৮৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে যাওয়া এ রোগে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১১ হাজার ১৮৬ জনের। মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার মানুষ।

এসএস

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৪ ২৫
বিশ্ব ৮৮৭০৬৭ ১৮৫৫৪১ ৪৪২৬৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়