• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পবিত্র দুই মসজিদেও নামাজ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০২০, ১২:৪৫
কাবা ঘর
ছবি সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে নামাজ স্থগিত করেছে সৌদি কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিলো। খবর আনাদোলু এজেন্সির।

মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সির এক মুখপাত্র হানি বিন হোসনি হায়দারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ। তিনি বলেন, প্রেসিডেন্সি ও নিরাপত্তা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার থেকেই গ্র্যান্ড মসজিদের আউটার স্কয়ারে (মসজিদ আল-হারাম) এবং নবীজীর মসজিদে (মসজিদ আল-নববী) উপস্থিতি ও নামাজ স্থগিত করা সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে পবিত্র দুই মসজিদ ছাড়া সৌদির সব মসজিদে নামাজের জামাত স্থগিত করে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবে এখনও পর্যন্ত ২৭৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তবে আরও সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৬১৩ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh