• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

৭ মুসলিম দেশের জন্য আগের নিয়ম বহাল

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৬

৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় ট্রাম্পের নির্বাহী আদেশে অস্থায়ী স্থগিতাদেশ দিলেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

এর আগে ট্রাম্পের জারি করা এই নিষেধাজ্ঞা স্থগিত করেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

বিচার বিভাগের আদেশের প্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন জানায়, এখন থেকে আগের নিয়মানুযায়ী ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান ও সোমালিয়ার অভিবাসীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ আর কার্যকর হবে না।

একই সঙ্গে ট্রাম্পের নিষেধাজ্ঞার পর যেসব ভিসা বাতিল করা হয়েছে, সেগুলোও ফের বিবেচনা করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

এদিকে, আদালতের আদেশের পর যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন সেবা স্বাভাবিক নিয়মে চলার নির্দেশ দিয়েছে মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা দপ্তর।

অন্যদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ওয়াই/এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh