• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: বাংলাদেশসহ ১৪ দেশ থেকে কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মার্চ ২০২০, ১০:২৬
Qatar bans arrivals from 14 countries over coronavirus
স্ট্রেইটসটাইমস থেকে নেয়া

করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনাভাইরাসের দ্রুত বিস্তার রোধে আজ সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে। গতকাল রোববার কাতারের সরকার এ ঘোষণায় এটি জানিয়েছে। খবর স্ট্রেইটসটাইমসের।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড। এছাড়া ইতালির সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ।

এদিকে রোববার কাতারে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২৮ জনে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ। প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ১০৭টি দেশ ও অঞ্চলে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে 
X
Fresh