• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সু চিকে দেওয়া সম্মাননা প্রত্যাহার করলো লন্ডন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মার্চ ২০২০, ১৭:৫৯
রোহিঙ্গা, অং সান সু চি, সম্মাননা প্রত্যাহার
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। ছবি: আল-জাজিরা

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চিকে দেওয়া সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্যের সিটি অব লন্ডন কর্পোরেশন (সিএলসি)। খবর আল-জাজিরার।

গতকাল বৃহস্পতিবার (০৫ মার্চ) সিটি অব লন্ডন কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা এই সিদ্ধান্ত নেন।

তিন বছর আগে অং সান সু চিকে দেওয়া এ সম্মাননা প্রত্যাহারের বিষয়ে ভোট দেয় জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সিএলসি কমিটির প্রধান ডেভিড ওটোন জানান, ‘আজকের অভূতপূর্ব এই সিদ্ধান্তে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর যে মানবিক নির্যাতন চালানো হয়েছে, সেই বিষয়ে নিন্দার প্রতিফলন ঘটেছে।’

তিনি বলেন, মিয়ানমারের সরকারের সঙ্গে অং সান সু চির ঘনিষ্ঠতা তাকে দেওয়া এ সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্তকে শক্তিশালী করেছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের মে মাসে গণতন্ত্রের জন্য অহিংস সংগ্রাম এবং শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে মানুষের বসবাসে সমাজ তৈরিতে অটল সংকল্পের কারণে তাকে সিটি অব লন্ডন কর্পোরেশনের পক্ষ থেকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা, বিজ্ঞানী স্টিফেন হকিং এর আগে এ সম্মাননা অর্জন করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
X
Fresh