• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নামাজ পড়তে সিনাগগের চাবি দিলো ইহুদিরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে মসজিদে আগুন দেয়ার ঘটনায় স্থানীয় মুসলমানদের সিনাগগের নামাজ আদায় করতে (ইহুদিদের প্রার্থণালয়) চাবি দিলেন ইহুদিরা। এজন্য ইহুদিদের ধন্যবাদ জানিয়েছেন মুসলমানরা।

শহরের একটি সিনাগগের প্রেসিডেন্ট রবার্ট লয়েবের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জানায়, আমরা মসজিদের প্রত্যেক সদস্যকে চিনি। ভিকটোরিয়ায় মাত্র ২৫ থেকে ৩০ ইহুদির প্রার্থনার জন্য কয়েকটি ভবন আছে। আমরা সবার সঙ্গে মিলে মিশে থাকতে চাই।

মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা শাহিদ হাশমি ইহুদি সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, শহরের ইহুদিরা আমার বাসায় এসে সিনাগগের চাবি দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

গেলো ২৯ জানুয়ারি 'দ্য ইসলামিক সেন্টার অব ভিক্টোরিয়া' মসজিদে আগুন দেয়া হয়। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

শুক্রবার সিরিয়াসহ ৭ টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসের মসজিদটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh