• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসবাদ সফলভাবে দমন করছে সরকার

অনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮

বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ সফলভাবে দমন করছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক কোনো জঙ্গি ও সন্ত্রাসীগোষ্ঠী যাতে বাংলাদেশে ঘাঁটি গড়তে না পারে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে। বললেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

জাতিসংঘে বাংলাদেশ-নরওয়ে-জর্ডান যৌথ আয়োজনে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা বিরোধী আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাসুদ বিন মোমেন বলেন, জঙ্গি, সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও ঐতিহ্য সবসময়ই সন্ত্রাস ও মৌলবাদের পরিপন্থি। দেশের আলেম-ওলামাসহ সবস্তরের মানুষ সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি সন্ত্রাসী ঘটনার বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়িয়েছেন। মৌলবাদ ও সহিংস চরমপন্থার বিস্তার রোধে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নকে সরকার আরো শক্তিশালী করেছে।

২০১৭ সালে এটাই জাতিসংঘের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা বিরোধী প্রথম আলোচনা অনুষ্ঠান।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh