• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৭
করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২১০
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস নামে পরিচিত কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ এ। যা দেশটির সরকারি তথ্যের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা ছয় গুণ বেশী। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের সাবেক এক রাষ্ট্রদূত। আক্রান্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রীসহ আরও দুই আইনপ্রণেতা। ভাইরাস ঠেকাতে তিনদিন স্কুল বন্ধ রেখেছে ইরান।

দক্ষিণ কোরিয়ায় শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন। এ নিয়ে দেশটিতে সংক্রমিতের সংখ্যা প্রায় তিন হাজার।
ইতালিতে ১৭ জনের মৃত্যু ছাড়াও আক্রান্ত রয়েছেন সাড়ে ৬শ’ জন। দেশটিতে ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

চীনে শুক্রবার মারা গেছেন আরও ৪৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন, ৪২৭। বিশ্বব্যাপী কভিড-১৯ দ্রুত ছড়িয়ে পড়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদরদপ্তরে এ সতর্কতা জারি করা হয়। এখন পর্যন্ত বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি। করোনার নেতিবাচক প্রভাবে ধস নেমেছে এশিয়া ও ইউরোপের পুঁজিবাজারে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh