• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পুতিন ঘনিষ্ঠ টিলারসনই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি আনলাইন ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০২

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন তেল ব্যবসায়ী রেক্স টিলারসন। বুধবার সিনেটে ৫৬-৪৩ ভোটে টেক্সাসের ৬৪ বয়সী এ ধনকুবেরের নিয়োগ চূড়ান্ত হয়। এক্সন মবিলের সাবেক প্রধান টিলারসন আমেরিকার ৬৯তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

যদিও ধনকুবের টিলারসনের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই টিলারসনকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে আলোচনা রয়েছে।

টিলারসন রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফতের সঙ্গে কয়েকশ' কোটি ডলারের চুক্তি করে ২০১৩ সালে ক্রেমলিন কর্তৃক 'অর্ডার অব ফ্রেন্ডশিপ' সম্মানে ভূষিত হয়েছিলেন।

রাশিয়াঘনিষ্ঠ টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব দেয়ার কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেটরা। এর আগে ডেমোক্রেটিক পার্টির সিনেটর বব মেনেন্ডেজ বলেছেন, টিলারসনকে ওই দায়িত্ব দেওয়াটা ‘ভীতিকর ও অযৌক্তিক’।

এর আগে বারাক ওবামার আট বছর মেয়াদে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জন কেরি এবং হিলারি ক্লিনটন।


এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh