• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১০ হাজার ডলার অনুদান পাবে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশির পরিবার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭
Family of corona infected Bangladeshi worker to receive $10,000 donation
স্ট্রেইটসটাইমস থেকে নেয়া

করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশিকে ১০ হাজার ডলার অনুদান দেবে সিঙ্গাপুরের মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)। তারা জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি ৩৯ বছর বয়সী যে বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছিলেন তার পরিবারকে এই অনুদান দেয়া হবে।

ওই শ্রমিকের মালিক প্রতিষ্ঠান ই-কে ইনোভেশন্স, লিও ডরমেটরি অপারেটর মিনি-এনভারঅনমেন্ট সার্ভিসেস ও এমডব্লিউসি যৌথভাবে অনুদানের এই অর্থ দেবে। বাংলাদেশি ওই শ্রমিক কাকি বুকিতের লিও ডরমেটরিতে থাকতেন।

এমডব্লিউসি সোমবার এক ফেসবুক পোস্টে জানায়, যেহেতু তিনি (ওই বাংলাদেশি শ্রমিক) তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তাই এটা তার পরিবারের জন্য কষ্টের সময় ছিল।

আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই শ্রমিকের মালিক প্রতিষ্ঠানের মাধ্যমে তার কাছে আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে এমডব্লিউসি। একইসঙ্গে তার অবস্থা সম্পর্কে ওই শ্রমিকের পরিবারকে তথ্য সরবরাহ করছে তারা।

এমডব্লিউসি জানিয়েছে, এই পরিস্থিতিতে সময় মতো আপডেট দিলে তার পরিবার কিছু স্বস্তি ও সান্ত্বনা পাবে।

উল্লেখ্য, ওই শ্রমিকের চিকিৎসার যাবতীয় খরচ বহন করছে সিঙ্গাপুরের সরকার। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আরও চার বাংলাদেশি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ এপ্রিল)
X
Fresh