• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রথমবার ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০
donald trump's india visit
ছবি সংগৃহীত

দুইদিনের সফরে ভারতে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। বিমান থেকে নেমেই মোদিকে আলিঙ্গন করেন ট্রাম্প। এরপর বিমানবন্দর থেকে সপরিবারে সাবরমতী আশ্রম যান ট্রাম্প। ওই বহরের সঙ্গে রয়েছে মোদির কনভয়ও।

এদিকে ভারতে আসার আগে থেকে একের পর এক টুইট করেন ট্রাম্প। তার বিমান ‘এয়ারফোর্স ওয়ান’ যুক্তরাষ্ট্র ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট করেন, আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কয়েক ঘণ্টার মধ্যেই সবার সঙ্গে দেখা হবে।

এর আগে সোমবার সকালে আহমেদাবাদে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। এদিন সকালেই ট্রাম্পের উদ্দেশে মোদি টুইট করেন, অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। তারপরই পাল্টা হিন্দিতে টুইট করে সবাইকে চমকে দিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে কোনও কমতি রাখেনি ভারত। নিরাপত্তা থেকে শুরু করে তার থাকার ব্যবস্থা সবকিছু নিয়েই যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। সর্দার বল্লভভাই পাটেল বিমানবন্দর থেকে আহমেদাবাদ পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা গত কয়েকদিন ধরে সাজানো হযেছে।

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এই দীর্ঘপথে নজিরবিহীন ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নাচ-গান এবং ‘রোড শো’য়ের ব্যবস্থা। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো আহমেদাবাদ শহরকে। ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকছে মার্কিন সিক্রেট সার্ভিস, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)।

উল্লেখ্য, ষষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারত সফরে এলেন ট্রাম্প। এর আগে ২০১৬ সালে বারাক ওবামা ভারত সফর করেছিলেন। তখনও ক্ষমতায় ছিল নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
X
Fresh