• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জার্মানিতে গোলাগুলির ঘটনায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৭
জার্মানিতে গোলাগুলির ঘটনায় নিহত ৮
ছবি: সংগৃহীত

জার্মানির হানাউ শহরে গোলাগুলির দুই ঘটনায় নিহত হয়েছে অন্তত ৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। পুলিশ জানায়, হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বিশেষ ইউনিট।

স্থানীয় গণমাধ্যম বলছে, ফ্রাঙ্কফুর্টের কাছেই থাকা হানাউ শহরের একটি সিসা বারের সামনে প্রথমে তিনজন নিহত হন। দ্বিতীয় বারের কাছে প্রাণ হারান আরও পাঁচজন।

গোলাগুলির ঘটনার কিছু সময় পর হামলাকারীরা শহরটির পশ্চিমে থাকা কেসেলস্টাড এলাকায় পালিয়ে যায় বলে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

এরই মধ্যে পুলিশ শহরটির দুটি সড়ক বন্ধ করে দিয়েছে। অ্যাম্বুলেন্সসহ জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। হেলিকপ্টার ব্যবহার করে শহরজুড়ে নজরদারি চলছে।
গোলাগুলির ঘটনার মূল কারণ কী সেটি এখনো পরিষ্কার নয়। তবে নাগরিকদের জন্য পুলিশ একটি হটলাইন নাম্বার চালু করেছে। যেখানে সন্দেহভাজনদের তথ্য দিতে বলা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে জার্মানির বার্লিনে সশস্ত্র হামলার ঘটনায় নিহত হন ১২ জন।

এমএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh