• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় বিশ্বব্যাপী ১৭৭৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২২
Corona kills 1775 worldwide
ছবি সংগৃহীত

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল চীনে করোনাভাইরাসে আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৭৫ জনে।

হুবেইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সেখানে আরও ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া পার্শ্ববর্তী হেনান প্রদেশে তিনজন এবং গুয়াংডং প্রদেশে দুইজন মারা গেছে।

এদিকে চীনে নতুন করে আরও ২ হাজার ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটির করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেলো।

অন্যদিকে বাংলাদেশে এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে সিঙ্গাপুরে অন্তত পাঁচজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ৪ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামা বন্দরে পৌঁছার পর থেকেই কোয়ারেন্টাইনে থাকা ব্রিটিশ প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে তিন শতাধিক যাত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ‘কোভিড-১৯’ নামে পরিচিত এই ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৫টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh