• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস চিকিৎসায় ইসরায়েলের ‘কফসিঙ্ক’ যন্ত্র আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১
করোনাভাইরাস চিকিৎসায় ইসরায়েলের ‘কফসিঙ্ক’ যন্ত্র আবিস্কার
ছবি: সংগ্রহীত

ইসরায়েলের এক চিকিৎসক দাবি করেছেন, তিনি করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করতে পারে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন।

ইসরায়েলের রাজধানী জেরুজালেমের এএলওয়াইএন হাসপাতালের ডা. এলিয়েজার বিবি ১০ বছর আগে এই মেশিন আবিষ্কার করেন। যেটি শারীরিক প্রতিবন্ধী শিশু, কিশোর ও প্রাপ্ত বয়স্কদের কফ পরিষ্কারে ব্যবহার করা হতো।

ডা. এলিয়েজার দাবি করেন, তার আবিষ্কৃত মেশিন করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করবে। এদিকে, এই মেশিনটির সক্ষমতা আরও বৃদ্ধি করতে চীনের রুকসিন নামে একটি কোম্পানি কাজ করছে। তারা এখন চীনা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে, রোগীদের সহায়তা করতে যাতে এই মেশিন চীনের হাসপাতালগুলোতে ব্যবহার করা হয়।

এখন চীনে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৬৮ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১ হাজার ৫২৩ জন। চীনের বাইরে ৩০টি দেশে ৫০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ফ্রান্স, হংকং, ফিলিপাইন ও জাপানে চারজন মারা গেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
X
Fresh