• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে সৌদি জোটের হামলা, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭
ইয়েমেনে সৌদি জোটের হামলা, বহু হতাহত
ইয়েমেনে সৌদি জোটের হামলা, বহু হতাহত

সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত হয়েছে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক। আহত হয়েছে আরও ১২ জন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় আল-জফ প্রদেশে সৌদি বিমান বিধ্বস্তের দাবি করে হুথি বিদ্রোহীরা। এর কয়েক ঘণ্টা পর ওই এলাকায় বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারিয়ি সৌদি নেতৃত্বাধীন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়েমেনের উত্তরাঞ্চলে বিমান হামলা চালাতে এলে যুদ্ধবিমানটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ভূপাতিত করা হয়। তবে এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করেনি সৌদি নেতৃত্বাধীন জোট।

পাঁচ বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এতে ঘরছাড়া হয় কয়েক লাখ মানুষ। দুর্ভিক্ষের মুখে রয়েছে গোটা ইয়েমেন।

এমএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮ 
জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
আরও ২০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
X
Fresh