• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাসে ইউরোপের প্রথম মৃত্যু ফ্রান্সে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৯
First coronavirus death confirmed in Europe
বিবিসি থেকে নেয়া

করোনাভাইরাসে আক্রান্ত একজন চীনা পর্যটক ফ্রান্সে মারা গেছেন। এর ফলে ভয়াবহ করোনাভাইরাসে এশিয়ার বাইরে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্সে মৃত্যুর ঘটনা ঘটলো। খবর বিবিসির।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আগনেস বুজিন বলেছেন, ৮০ বছর বয়সী ওই ব্যক্তি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা ছিলেন। হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস।

তিনি বলেন, ওই ব্যক্তি গত ১৬ ফেব্রুয়ারি ফ্রান্স পৌঁছান। পরে ২৫ ফেব্রুয়ারি প্যারিসের একটি হাসপাতালে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে দেড় মাস আগে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত অন্তত ১৫২৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গতকাল চীনে নতুন করে দুই হাজার ৬৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে সব মিলিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও অন্তত ২৪টি দেশে পাঁচ শতাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।

ফ্রান্সের কর্মকর্তারা এর আগে জানিয়েছিল, দেশটিতে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি রয়েছে। ‘কোভিড-১৯’ নামের এই ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানায় তারা।

অন্যদিকে মৃত ব্যক্তির মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন বুজিন। তবে তিনি দ্রুত সেরে উঠছেন বলেও জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh