logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেল সেই শিশু

কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেল সেই শিশু
ফাইল ছবি
‘মাফলারম্যান’ পরিচিতি পাওয়া এক বছর বয়সী শিশু আয়ান অরবিন্দ কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে।

বৃহস্পতিবার আম আদমি পার্টির (এএপি) অফিশিয়াল টুইট বার্তায় ওই শিশুকে আমন্ত্রণ জানানো হয়।

আগামী রোববার দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ৫১ বছর বয়সী কেজরিওয়াল।

গত মঙ্গলবার ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন শিশু আয়ানের ছবি গণমাধ্যমে  প্রকাশ হয়। সেই সাথে ছবিটি ভাইরাল হয় ইন্টারনেটেও । ওই শিশু কেজরিওয়ালের সেই পরিচিত কালো রঙের মাফলার, মেরুন রঙের সোয়েটার, চশমা ও এএপির টুপি পরে তার বাবার কোলে বসে ভোটের ফলাফল উদ্‌যাপন করছে। কেজরিওয়ালের মতো সাজ দিতে অনুরূপ গোঁফও অঙ্কন করা হয়েছিল।

তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার তার দল বিধানসভার ৭০ আসনের মধ্যে ৬২ আসন লাভ করে। বাকি ৮টি গেছে বিজেপির দখলে। আগের বারের নির্বাচনে এএপির আসন ছিল ৬৭, বিজেপির ৩।

এমকে

RTVPLUS