• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইরাকের কিরকুকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫
ইরাকের কিরকুকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ফাইল ছবি

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে কে১ নামে পরিচিত মার্কিন সেনাঘাঁটিতে বৃহস্পতিবার রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বা আহতের খবর জানা যায়নি।

ইরানের জনপ্রিয় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ৪০ দিন শেষ হওয়ার পর পরই এ রকেট হামলা চালানো হয়।

এ হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা স্তিমিত হতে থাকা উত্তেজনা ফের চাঙ্গা হয়ে ওঠার আশঙ্কা করছেন অনেকেই।

গত বছরের ২৭ ডিসেম্বর এ একই ঘাঁটিতে রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হয়। এর প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকি সেচ্ছাসেবক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর ২৫জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

এর কয়েক দিন পরই বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবারের এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে হামলার পর পরই ওই এলাকায় খুব নিচ দিয়ে মার্কিন সামরিক বিমান উড়তে দেখা গেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
‘হাত ট্রিগারেই আছে’, ইসরাইলকে ইরানের সতর্কবার্তা
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
X
Fresh