• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত বলে ধর্ষণ থেকে বাঁচলেন চীনা তরুণী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০
Chinese woman ‘fights off would-be rapist by pretended to be a corona victim
ছবি সংগৃহীত

করোনাভাইরাসের কথা বলে ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন চীনা এক তরুণী। সম্ভাব্য ধর্ষককে ভয় পাইয়ে দিতে ওই তরুণী কাঁশি দেন এবং বলেন, আমি উহান থেকে ফিরেছি! খবর দ্য সানের।

চীনের হুবেই প্রদেশের এই উহান শহর থেকেই ছড়িয়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চীনে ১০১৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, ই নামের তরুণী উহানের নিকটবর্তী জিংসেন শহরের নিজের বাড়িতে একা ছিলেন। এসময় একজন ব্যক্তি তার বাড়িতে ঢুকে পড়েন এবং তাকে হামলা করতে উদ্যত হয়।

জিয়াও নামের এই ব্যক্তি ওইদিন সন্ধ্যায় তরুণীটির পরিবারের সঙ্গে তর্কে জড়ায়। পরে চুরির উদ্দেশে ই’র বাড়িতে যায় জিয়াও। কিন্তু সেখানে ই’কে একা দেখতে পেয়ে তাকে ধর্ষণে উদ্যত হয় জিয়াও।

ই বলেন, জিয়াও তার গলা চেপে ধরে এবং মুখ হাত দিয়ে ঢেকে রাখে। ই বহু কষ্টে মুখটা একটু সরিয়ে বলতে সক্ষম হন যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, আর এজন্যই বাসায় তিনি একা কোয়ারেন্টাইনে আছেন।

পুলিশ জানিয়েছে, ই’র এমন কথা শুনে সরে যায় জিয়াও। কিন্তু ই’র বাড়িতে ৩ হাজার ৮০ ইউয়ান নিয়ে পালিয়ে যায় সে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মান বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন রাজনৈতিক কর্মী
ধর্ষণ মামলা : আ.লীগ থেকে বড় মনিরকে অব্যাহতি
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
চীনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন
X
Fresh