• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গরম পড়লেই দূর হবে করোনাভাইরাস: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০২
ডোনাল্ড ট্রাম্প
ছবি সংগৃহীত

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে যখন পুরো বিশ্বে আতঙ্কে ভুগছে, ঠিক তখনই ভাইরাসটি নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এপ্রিলে গরম পড়লেই দূর হয়ে যাবে করোনাভাইরাস। খবর ইউএসএ টুডের।

গত বছরের শেষ সপ্তাহে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১০১৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে। তবে ট্রাম্প বলছেন যে এপ্রিল এলেই নাকি দূর হয়ে যাবে করোনাভাইরাস।

একটি সমাবেশে প্রথমবারের মতো ট্রাম্প বলেন, ‘কাগজে-কলমে’ যখন কিছুটা গরম পড়বে তখন ‘বিস্ময়করভাবে’ দূর হয়ে যাবে করোনাভাইরাস। তবে নিজের এই দাবির পেছনে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা দেননি ট্রাম্প।

করোনাভাইরাসকে ‘কঠিন’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি সব ঠিক হয়ে যাবে। পরে সোমবার হোয়াইট হাউজে গভর্নরদের উদ্দেশে দেয়া এক ভাষণে এক ধরনের দাবি করেন ট্রাম্প। তিনি গভর্নরদের বলেন, ‘গরমের’ কারণে এপ্রিল নাগাদ এই ভাইরাসের মহামারী কমে আসবে বলে চীন আমাকে আশ্বস্ত করেছে।

এই ধরনের ভাইরাসকে সাধারণত গরম মেরে ফেলে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh