• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সমালোচনা করায় মার্কিন অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩১ জানুয়ারি ২০১৭, ০৯:০৬

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় সপ্তাহে নতুন চমক দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতির আনুষ্ঠানিক সমালোচনা করায় বরখাস্ত করলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, বিচার বিভাগের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য করা আইনের বিরোধিতা করেছেন।

এর আগে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস জানান, তিনি আদালতে ট্রাম্পের অভিবাসন নীতির পক্ষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবেন না। তারপরই এ বহিষ্কার আদেশ আসে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি ডানা বোন্টেকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেয়া হয়েছে।

স্যালি ইয়েটস বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ করা একজন কর্মকর্তা।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh