• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিঙ্গাপুরে করোনাভাইরাসে প্রথম বাংলাদেশি আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৭
সিঙ্গাপুরে করোনাভাইরাসে প্রথম বাংলাদেশি আক্রান্ত

করোনাভাইরাসে একজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় যে, প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে তিন জন আক্রান্ত হয়েছেন। এই তিন জনের মধ্যে এক বাংলাদেশি শ্রমিক আছেন।

এই প্রথম করোনাভাইরাসে কোনও বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর এলো।

সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেইট টাইমস বলছে, ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি এই প্রবাসীকে সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

দৈনিকটি আরও বলছে, গত ১ ফেব্রুয়ারি তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়। পরে ৩ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরের জিপি ক্লিনিকে পাঠানো হয়। এর দুদিন পর ৫ ফেব্রুয়ারি বাংলাদেশি এই প্রবাসীকে চাঙ্গি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh