• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সার্স ভাইরাসের মৃতের সংখ্যা ছাড়িয়ে গেলো করোনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৫
সার্স ভাইরাসের মৃতের সংখ্যা ছাড়িয়ে গেলো করোনা

২০০৩ সালের মহামারী সার্স ভাইরাসের প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেলো চলতি বছরের করোনাভাইরাস। চীন ও অন্যান্য দেশ মিলিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩। আর ভাইরাসটিতে সংক্রমিত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৫ হাজারে।

এর আগে ২০০৩ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে সার্স ভাইরাসে মারা যায় ৭৭৪ জন।

গেলো মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে। চলতি বছর নোভেল করোনাভাইরাসটি সবার আগে ধরা পড়ে চীনের হুবেই প্রদেশের উহান শহরে। কয়েক সপ্তাহ ধরে বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে উহানের।

এদিকে, চীন ফেরতদের জন্য দুই সপ্তাহ বাধ্যতামূলক কোয়ারান্টাইন করতে বলেছে হংকং। এই ব্যবস্থার অনিয়ম করলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

এরই মধ্যে বিশ্বের অন্যান্য দেশে নেয়া হয়েছে স্বাস্থ্য সতর্কতা। বাড়তি সতর্কতা নেয়া হয়েছে বিমানবন্দরগুলোতে। যেখানে চীন ফেরত মানুষদের স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে।

এমএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh