• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৭২২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৪
করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৭২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, শনিবার পর্যন্ত নতুন করে ৮৬ জন মারা গেছেন, যাদের ৮১ জনেই হুবেই প্রদেশের। সেইসঙ্গে নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৩৯৯ জন। এনিয়ে চীনজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৪৬ জনে দাঁড়ালো।

চলমান পরিস্থিতিতে মাস্ক, গাউন, গ্লোভসের মতো সামগ্রীর দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে হংকং নতুন আইন জারি করেছে। এর আওতায় যে কেউ হংকং এ আসলে তাকে দুই সপ্তাহ আলাদা থাকার কথা বলেছে কর্তৃপক্ষ।

ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, চীনের বাইরে সব চেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন জাপানের মানুষ। সেখানে ইতিমধ্যে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এরপরেই আছে থাইল্যান্ড ও সিঙ্গাপুর৷ সেখানে ২৫ ও ২৪ জন এই ভাইরাসের কবলে পড়েছেন৷ ইউরোপের দেশগুলির মধ্যে সব থেকে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন জার্মানিতে৷ আক্রান্তের সংখ্যা ১২৷ বেলজিয়ামে এই প্রথম এক জনের শরীরে করোনাভাইরাস মিলেছে৷ উহান থেকে মোট নয় জন বেলজিয়াম ফিরেছিলেন, তার মধ্যেই একজন করোনায় আক্রান্ত হয়েছেন৷

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh