• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তুরস্কে বিমান ছিটকে পড়ে তিন খণ্ড, নিহত ৩, আহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৪
তুরস্কে বিমান ছিটকে পড়ে তিন খণ্ড, আহত ১২০
ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন দেড় শতাধিক। প্যাগাসাস এয়ারলাইনসের বিমানটিতে ১৭১ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বুধবার বিমানটি তুরস্কের পশ্চিমে ইজমির শহর থেকে যাত্রা করে সাবিহা গোকসেন বিমানবন্দরে অবতরণ করছিল। বৈরী আবহাওয়ার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন টুকরা হয়ে যায়। খবর বিবিসির।

তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানায়, বিমানে তুরস্কের নাগরিক ছাড়াও অন্তত ২০ জন বিদেশি নাগরিক ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ইতোমধ্যে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিমানের দুই পাইলট।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত
কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি
X
Fresh