• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যুদ্ধ করে জম্মু-কাশ্মীর দখলের আলোচনা পাকিস্তানের সংসদে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৭
যুদ্ধ করে জম্মু-কাশ্মীর দখলের আলোচনা পাকিস্তানের সংসদে
ফাইল ছবি

পাকিস্তানের সংসদে জম্মু-কাশ্মীর ইস্যুতে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছেন কয়েকজন সংসদ সদস্য।

সোমবার পাকিস্তানের সংসদে এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানায় তারা।

জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল এর পক্ষ থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অনুরোধ করা হয়। এই দলের নেতা মাওলানা আবদুল আকবর ছিত্রালি আরও একধাপ এগিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আবেদন করেন। তার এই আবেদনকে সমর্থন জানায় পাকিস্তানের অধিকাংশ সাংসদ।

তিন ঘণ্টার অধিবেশনের শেষ মুহূর্তে এই বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মহম্মদ খান। দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করে জম্মু ও কাশ্মীর দখল করুন।

এদিকে পাকিস্তানের সংসদে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার দাবির প্রেক্ষিতে উত্তেজনা বিরাজ করছে ভারতের রাজনৈতিক মহলে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
X
Fresh