• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজু ভেজে গিনেজ বুকে রেকর্ড গড়লেন বাংলাদেশি শেফ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৫
বাংলাদেশি শেফ ওলি খান
বাংলাদেশি শেফ ওলি খান

২৭৫ দশমিক ৬ কেজি ওজনের পেঁয়াজু তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি শেফ ওলি খান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মুসলিম সেন্টারে পেঁয়াজু ভাজার এই আয়োজন করা হয়। ৫০০ লিটার তেলে ওই পেঁয়াজু ভাজতে তার সময় লেগেছে সব মিলিয়ে আট ঘণ্টা।

এর আগে সবচেয়ে বড় পেঁয়াজুর রেকর্ড ছিল ১০২ দশমিক ২ কেজির।

ওলিকে পেঁয়াজু ভাজায় সহযোগিতা করেছেন আট সহকর্মী। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক, স্থানীয় কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ এবং সংবাদকর্মীসহ অনেকেই। তবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তা নথিভুক্ত হতে আরও কিছুদিন সময় লাগবে।

এবিষয়ে ওলি খান বলেন, আমার দল ছাড়া এটা সম্ভব ছিলো না, যারা আজ জয় ভাগাভাগি করে নিতে আমার সঙ্গে উপস্থিত ছিলেন।

ওলি খান যুক্তরাজ্যে একাধিক রেস্তোরাঁর মালিক, ব্যবসায়ী ও বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাকাশে ডিনার করতে গুণতে হবে যত টাকা
‘ভারতের পেঁয়াজ দিয়ে পেঁয়াজু খেয়ে বয়কটের ডাক তামাশা’
অতি অগ্নিঝুঁকিতে রাজধানীর যেসব রেস্তোরাঁ ও শপিংমল
অনুমোদনহীন রেস্তোরাঁয় অভিযান প্রসঙ্গে যা বললেন হাইকোর্ট
X
Fresh