Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৮ আশ্বিন ১৪২৮

জ্যামাইকা ও কিউবায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল ফ্লোরিডাও

যুক্তরাষ্ট্র, ভূমিকম্প
বিবিসি

জ্যামাইকা ও কিউবা সীমান্তে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি এবং ভারতের গণমাধ্যম ওয়ানইন্ডিয়ার।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জ্যামাইকা ও কিউবার মাঝামাঝি অঞ্চলে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ফ্লোরিডা, কেম্যান দ্বীপ, কিউবা মেক্সিকোসহ একাধিক জায়গায় এই কম্পন অনুভূত হয়। অবশ্য এই ভূমিকম্পের ফলে এখনও কোনও জায়গা থেকে হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে বেশকিছু বিপুল পরিমাণ জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ফ্লোরিডায় একাধিক ভবন ভেঙে পড়েছে এবং এখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

এটি সাম্প্রতিককালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। ১৯৪৬ সালের পর এমন ভূমিকম্প আঘাত হানেনি এই দ্বীপপুঞ্জে।

কে/এমকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS