• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে অটোরিকশাকে ধাক্কার পর বাস কূপে, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০২০, ২২:৪৭
মহারাষ্ট্র, দুর্ঘটনা
ভারতের গণমাধ্যম মুম্বাই মিরর

ভারতের মহারাষ্ট্রের নাশিক জেলার দেওলা গ্রামে মঙ্গলবার বিকেলে অটোরিকশাকে ধাক্কা দিয়ে স্টেট ট্রান্সপোর্টের (এসটি) বাস কূপে পড়ায় ১৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। খবর স্থানীয় গণমাধ্যম মুম্বাই মিররের।

দেওলা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর সুহাশ দেশমুখ বলেন, বাসটি মালেগাঁও থেকে কালওয়ানে যাওয়ার পথে বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই বাসটির যাত্রী। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ভারতের গণমাধ্যম মুম্বাই মিরর

তিনি বলেন, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর অটোরিকশাটিকে রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু একপর্যায়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে বাসটি কূপে পড়ে যায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন ছিলেন। অটোরিকশাটিতে কতজন ছিলেন জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। তারা বাসটির জানালা ভেঙে ভেতরে আটকে পড়া জীবিত ও মৃতদেরকে উদ্ধার শুরু করেন। পরে বাসটি তোলার জন্য ঘটনাস্থলে একটি ক্রেন আনা হয়। কূপটি বেশ গভীর ও পানিতে পূর্ণ।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh