• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত থাইল্যান্ডের এক যুবতীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০২০, ১৯:৪৮
কলকাতা, করোনাভাইরাস
ভারতের গণমাধ্যম এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত এক যুবতীর মৃত্যু হয়েছে। খবর স্থানীয় গণমাধ্যম এনডিটিভির।

থাইল্যান্ডের ৩২ বছর বয়সী এই যুবতী সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণ নিয়েই হাসপাতালে আসেন তিনি।

এই হাসপাতাল সূত্র জানায়, গত ২১ জানুয়ারি রাত ১১টার দিকে এই যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা দেখেই তাকে আইসিইউতে নেয়া হয়।

সূত্রটি আরও জানায়, ১৮ জানুয়ারি থেকে তিনি পেটের সমস্যা, বমি বমি ভাব এবং জ্বরে আক্রান্ত হতে শুরু করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি হাসপাতালে আসেন।

গণমাধ্যমটি জানায়, থাই কনসুলেট জেনারেলকে তার বিষয়ে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মৃতের সব পরীক্ষার রিপোর্ট চেয়েছেন।

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানায়, গত নভেম্বরে ভারতে আসেন এই যুবতী। থাইল্যান্ডে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত আটজন মারা গেছেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh