• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসীদের পরাজিত করতে একমত ট্রাম্প-পুতিন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৭, ১৩:০৭

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসহ(আইএস) বৈশ্বিক সন্ত্রাসীদের পরাজিত করতে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। শনিবার ট্রাম্পের সঙ্গে পুতিনের প্রথম ফোনালাপে এ সিদ্ধান্তে পৌঁছেন তারা।

ট্রাম্প-পুতিনের ফোনালাপ প্রসঙ্গে হোয়াইট হাউস জানায়, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক উন্নয়নে এ ফোনালাপ খুবই গুরুত্বপূর্ণ। ‍দু’নেতাই সন্ত্রাসবাদ মোকাবিলা এবং স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন।

ক্রেমলিন জানিয়েছে, দু’নেতার মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। তারা মধ্যপ্রাচ্য ও আরব-ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়েও আলোচনা করেছেন।

এছাড়া আলোচনায় উঠে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি, কৌশলগত স্থিতিশীলতা, ইউক্রেন পরিস্থিতি, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো ইস্যু। বিশ্ব নেতাদের সঙ্গে ফোনালাপের ধারাবাহিকতায় শনিবার ট্রাম্প কথা বলেন জার্মানি, ফ্রান্স, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গেও।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh