• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কাশ্মীরে বন্দি রাজনীতিকদের ছেড়ে দিতে ভারতকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জানুয়ারি ২০২০, ২৩:৩৫
ভারত, যুক্তরাষ্ট্র
ভারতের গণমাধ্যম আনন্দবাজার

কাশ্মীরে নির্দিষ্ট অভিযোগ ছাড়া বন্দি করা রাজনীতিকদের ছেড়ে দিতে বলে ভারতের ওপর চাপ প্রয়োগ করল যুক্তরাষ্ট্র। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

মার্কিন সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস, এসব বন্দিকে এখন ধীরে ধীরে ছেড়ে দেয়া হোক।

তিনি শুক্রবার ওয়াশিংটনে বলেন, কাশ্মীরের ইন্টারনেট সেবা আংশিক চালু করা হয়েছে। এখন আমাদের কূটনীতিকদের অঞ্চলটিতে যাওয়ার অনুমতি দেয়া হোক।

ভারতের সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, ভারত এখন গণতান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। বিরোধীরা রাস্তায় নেমেছেন।

তিনি বলেন, সংবাদমাধ্যমে এটি নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে। আদালত পর্যন্তও গড়িয়েছে এটি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো সবার সমান অধিকার।

সম্প্রতি ১৫ দেশের কূটনীতিকদের সঙ্গে কাশ্মীর সফর করেছিলেন অ্যালিস ওয়েলস। এছাড়া তিনি দিল্লিতে রাইসিনা আলোচনাতে অংশগ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে কেন্দ্রীয় সরকার। এর ছয় মাস পরও ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আছে এই উপত্যকা।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
X
Fresh